১৪ সকালে ঘুম ভাঙল মায়ের আওয়াজে। জিজ্ঞেস করতে এসেছিলেন, পার্লারে যাবো কি না। জানিয়ে দিলাম, যাব না। ভেবেছিলাম কথাটা শুনে মা চলে যাবেন। গেলেন না। বিছানায় বসলেন। মাথায় হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন — কি হয়েছে তোর? ঘুম বেশ ভালোমত ভেঙ্গে গেছে। হাসার...
১ আজ ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল। ছেলেপক্ষ ঠিক না, ছেলে। একটা রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল দেখাদেখিটা। বিয়ে ঘটিত ওয়েব পোর্টাল থেকে সিলেক্ট করা ক্যান্ডিডেট। খান দশেক বায়োডাটা কালেক্ট করা হয়েছিল। সেখান থেকে দুজন অলরেডি আমাকে দেখেছে। অ্যান্ড রিজেক্টেড...


Recent Comments