দরজা খোলার বিকট শব্দ শুনতে পেলাম। ভাবির ঘরের দরজা। জানালা দিয়ে উঁকি দিতেই দেখি নিমাইদা তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছে। চোখেমুখে রাগ লেপ্টে আছে। ভয়ানক সে চেহারা। আগে কখনো দেখিনি। কান্নার শব্দ ভেসে আসছে। অচেনা সে কান্নার স্বর। মিউমিউ করে কান্নাকাটির স্বর।...


Recent Comments