সেরিনকে প্রথম দেখি ভার্সিটি বাসে। আমি বাদুড়ঝোলা হয়ে কোনোরকমে দাঁড়িয়ে আছি। খুব বিরক্তি লাগছে, দাঁড়িয়ে থাকার জন্য নয়, হেডফোনে গান শুনতে পারছি না জন্য। হঠাৎই কানের পাশে পটকা’র মতো বিকট বেকায়দা একটা শব্দে চমকে উঠলাম, আমি সহ আরও কয়েকজন। পাশ ফিরে...


Recent Comments