কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছেন ম্যাজিসট্রেট মুরাদ সাহেব। মন মেজাজ কিঞ্চিত গরম। তার কারণ অসহনীয় রোদ নয়। ঢাকা শহরের এই কোলাহল। বিন্দুমাত্র সহ্য হয় না। তিনি আগাগোড়া গ্রামের মানুষ। পাট ক্ষেত, মুলার ক্ষেত দেখে বড় হয়েছেন। শহরের গাড়ি-ঘোড়া তাই বড্ড অসহ্যকর লাগে।...
আজকে অফিসে যাওয়ার সময় ভুলে আইডি কার্ড ফেলে গেছি। লকডাউনের সময় খুবই ভুল হইছে কাজটা।কিন্তু মানুষ মাত্রই ভুল। তার উপরে রোজা আছি।রোজা রেখে ভুল হওয়া অস্বাভাবিক না।নিজেকে মাফ করে দিলাম। সেহরীর পর চোখ বুজে এসেছিলো,ঘুম থেকে উঠতে দেরি হয়েছিলো, তাড়াহুড়ায় মানি...



Recent Comments